এক.আব্বাসীয় খেলাফতের অনন্য এক খলিফা হারুনুর রশিদ রহ.। পিতা খলিফা মুহাম্মদ আল-মাহদী। দাদা খলিফা মানসুর।জন্ম ১৪৬/৪৭ হিজরীতে। হারুনুর রশিদ তার ভাই খলিফা মুসা-আল-হাদী ইন্তেকালের পর খলিফা হন।মাত্র ২২ বছর বয়সে তিনি খেলাফতের তখতে বসেন। দেখতে ছিলেন শ্বেত বর্ণের।দীর্ঘকায়।স্বাস্থ্যবান। খলিফা হয়ে...